আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। খবর পার্সটুডে’র।
আফগানিস্তানে অবস্থিত ইরান দূতাবাস আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে প্রস্তুত আছে।
আফগান সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কর্মী এবং মেডিকেল টিম পাঠানো হবে। ত্রাণ সাহায্যও দেওয়া হবে।
এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে সব ধরণের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত আছে।
ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমিও শোক ও সমবেদনা জানিয়েছে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ইরান অন্যান্য মানবিক ইস্যুতে আফগানদের পাশে ছিল, এবারও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।