আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে৷ দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ প্রথম এমন খবর প্রকাশ করেছে৷
বার্তা সংস্থা রয়টার্সকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন গনি রোববার তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন৷ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে একই ধরনের তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপিও৷
আফগান ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহও পরবর্তীতে অনলাইনে প্রকাশিক এক ভিডিওতে এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘‘কঠিন সময়ে তিনি আফগানিস্তান ছেড়ে গেছেন৷ আল্লাহর কাছে এজন্য তাকে জবাবদিহি করতে হবে৷’’
এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনের ক্ষমতা দেশের রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। সম্প্রতি আফগান অর্থমন্ত্রীও দেশত্যাগ করেন।
গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গনি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো সাড়াশব্দ ছিল না।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



