স্পোর্টস ডেস্ক: পারফরমেন্সের ওপরই নির্ভর করে র্যাং কিং। চলতি বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স বলা চলে একদমই বাজে ছিলো। জেতেনি একটি টেস্ট ম্যাচও।
এবছর সব মিলিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে ৫টি। যার সবকটিতেই হার রয়েছে। এর মধ্যে চার টেস্টে হার রয়েছে ইনিংস ব্যবধানের! আর তাই র্যাং কিং এর উপরে ওঠার কোন সুযোগ মেলেনি। বরং বর্তমান যে পজিশনে আছে তা হারানোর আশঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের র্যাং কিং বর্তমান ৯। আর ২০০০ সালে টেস্ট অভিষেকের পর বাংলাদেশ কখনোই এর থেকে বেশি ভালো করতে পারেনি। তবে টেস্ট ক্রিকেটে টাইগারদের এখন যে অবস্থা এতে মনে হয় অধঃপতনের আশঙ্কাও জেগেছে!
টেস্ট র্যাং কিংয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার চোখ রাঙাচ্ছে নতুন টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তান। শুধু মাঠের ক্রিকেটে তো বটেই, এখন র্যাং কিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ আফগানিস্তানের সামনে!
ভারতের লখ্নৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বুধবার থেকে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তান যদি জিতে যায় তাহলে তাদের রেটিং দাঁড়াবে ৭১ পয়েন্টে। তখন আফগানিস্তান র্যাং কিং এ উঠে আসবে ৯ নম্বরে। বাংলাদেশ চলে যাবে ১০ নম্বর পজিশনে।
শুধু তাই নয়! যদি আফগানিস্তান এই ম্যাচ ড্র’ও করে তবুও র্যাং কিং পজিশনে তাদের নাম থাকবে বাংলাদেশের ওপরে। লখ্নৌ টেস্ট ড্র হলেও আফগানিস্তানের রেটিং পয়েন্ট গিয়ে পৌঁছাবে ৬১তে।
বর্তমানে টেস্ট খেলা ১২ দেশের মধ্যে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৫, র্যাং কিং ১০। এ পর্যন্ত আফগানিস্তান টেস্ট ম্যাচ খেলেছে তিনিটি। যার মধ্যে দুটিতে রয়েছে জয়। এরই মধ্যে আফগানিস্তানের সর্বশেষ টেস্ট জয় বাংলাদেশের বিরুদ্ধে ও বাংলাদেশের মাটিতেই!
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ টেস্ট র্যাং কিং সর্বনিম্ন ১০ নম্বরেই ছিলো। তবে ২০০৬ সালের জানুয়ারিতে আইসিসি’র টেস্ট র্যাং কিং এ প্রথমবারের মতো বাংলাদেশের উন্নতি হয়। ১০ থেকে তারা ৯ নম্বরে উঠে আসে। আগের বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ের সুবাদে বাংলাদেশের এই উন্নতি ঘটে। কিন্তু সেই উন্নতি মুলত সেখানেই আটকে আছে এখনও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।