আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে ব্রিটেনও। খবর দ্য টাইমস’র।
আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর প্রায় দুই দশক পর ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত দেশটি থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা করেছে।
সম্প্রতি তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত শান্তিচুক্তির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য।
তালেবান-মার্কিন চুক্তি অনুযায়ী, আগামী জুলাই মাসের মাঝামাঝি কয়েকশ ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হবে।
বর্তমানে আফগানিস্তানে ১ হাজার ১০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে এবং এদের বেশিরভাগ রাজধানী কাবুল ও এর আশপাশে অবস্থান করছে।
প্রথম পর্যায়ে আগামী গ্রীষ্মের শেষ নাগাদ ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে।
দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার বাকি সেনা সরিয়ে নেবে কিনা তা নির্ভর করছে তালেবান-মার্কিন শান্তিচুক্তি কতখানি বাস্তবায়ন হচ্ছে তার ওপর।
২০০১ সালের শেষ নাগাদ ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করে নেয়। তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৪৫৬ জন ব্রিটিশ সেনা নিহত ও দেশটির দুই হাজারের বেশি সেনা আহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।