Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবানের বিরুদ্ধে ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া বিষয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান কাবুল বিমানবন্দর ছেড়েছে পেন্টাগন এমন ঘোষণা দেয়ার স্বল্প সময় পর তিনি এক বিবৃতিতে বলেন, ‘আজ বিকেলে আমি আফগানিস্তানে আমাদের উপস্থিতি ৩১ আগস্ট থেকে না বাড়ানোর আমার সিদ্ধান্তের বিষয়ে আমেরিকান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবো।’
এদিকে হোয়াইট হাউস জানায়, বেলা দেড়টায় (গ্রীনিচ মান সময় ১৭৩০ টা) প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।