স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তে খুশিই থাকবেন মোহাম্মদ নবী। আফগানিস্তান অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মূল্য জুগিয়েছেন বোলাররা। স্পিনত্রয়ী রশিদ খান, মুজিবুর রহমান ও অধিনায়কের ছোড়া স্পিন বিষে কাবু হয়েছে শ্রীলঙ্কা। বাকি কাজটা এগিয়ে দিয়েছেন পেসার ফজলে হক ফারুকি।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের প্রথম দিনের লড়াইয়ে আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০৫ রানে থেমেছে লঙ্কান দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে বুমেরাং হয়েছে দাসুন শানাকার দলের। আসা-যাওয়ার দিনে নিজেদের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে ভানুকা রাজাপাকসের ব্যাটে, করেছেন ২৯ বলে ৩৮ রান।
লঙ্কানদের ব্যাটিং ধ্বসের শুরুটা ফজলে হক ফারুকির প্রথম ওভার থেকেই। দলীয় ৩ রানের মাথায় ২ রান করে ফেরেন কুশল মেন্ডিস। পরের বলে চারিথ আসালাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরেন পাথুম নিশাঙ্কা। ৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা পরে আর সামলে উঠতে পারেনি মরুর দেশের আসরে স্বাগতিক থাকা শ্রীলঙ্কা।
মাঝের দিকে ভানুকা রাজাপাকসে আর ধানুষ্কা গুনাথিলাকার ছোট জুটিতে শুরুর বিপর্যয় রোখে শ্রীলঙ্কা। দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে ফেরান মুজিব। পরে একে একে ব্যর্থ হন হাসারাঙ্গা, শানাকা, থিকসেনারা। ভানুকার ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান। শেষ দিকে চামিকা করুণারত্নের ৩৮ বলে ৩১ রানের ইনিংসে শতরান পার করে লঙ্কান দল।
স্পিনত্রয়ীর পাশাপাশি ইনিংসে দারুণ বোলিং করেছেন ফারুকি। আফগান এই পেসার ৩.৪ ওভারে ১১ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন মুজিব, নবী। নাভিদ উল হক নিয়েছেন একটি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।