আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে দেশটিতে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত তালেবান যোদ্ধারা। এরই মধ্য দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাতও এখন তালেবানের দখলে। তাই আফগানিস্তান দখল এখন তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র।
এদিকে ভারত সেনা পাঠালে ফল ভালো না হওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তালেবান জঙ্গিরা। ফলে আফগান নাগরিকদের আশ্রয় দেওয়া সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
কারা আশ্রয় পাবেন ভারতে?
বিভিন্ন সময়ে ভারতকে সাহায্য করেছেন, এমন আফগান নাগরিকের সংখ্যা কম নয়। বিপদের সময়ে তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি। বাদ যাবেন না সাংবাদিক, লেখক, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও।
জানা গেছে, এঁদের সকলকেই ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে। তবে, পরিকল্পনা রূপরেখা চূড়ান্ত হয়নি এখনও। কতইজন বা ভিসা পাবেন? সেটাও জানা যায়নি। স্রেফ ভারতই নয়, আফগান নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতোমধ্যেই পদক্ষেপ করেছে আমেরিকা, কানাডার মতো দেশও। ভারতের মতোই সাহায্যকারী আফগানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাইডেন প্রশাসন। মানবাধিকার কর্মী, নেত্রী স্থানীয় মহিলা, সাংবাদিক-সহ কুড়ি হাজার মানুষকে পুর্নবাসন দেওয়ার কথা ঘোষণা করেছে কানাডাও।
শুক্রবার সেদেশে কর্মরত সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।