আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার সেই জরুরি বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে আলোচনা করার পাশাপাশি আফগান নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
এদিন মোদির ডাকা সেই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের দিকে সাহায্যের আশায় রয়েছেন আফগান ভাই-বোনেরা। তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি।’ মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেবল আমাদের নাগরিকদের নয়, আফগানিস্তান ফেরত হিন্দু ও শিখ উদবাস্তুদেরও সাহায্য করবে ভারত। এমনকি আফগান ভাই-বোনদেরও পাশে থাকবে ভারত।’
কাবুলে ভারতীয় দূতাবাসে কাজ করে এমন ১৪০ জনকে মঙ্গলবারই ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। এছাড়া কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে। বিমানবন্দরের দ্রুত পরিষেবা নিয়েই কথা হয়। আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সেল করেছে বিদেশ মন্ত্রক। নির্দিষ্ট মেইল আইডি ও ফোননম্বরও চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর-+৯১৯৭১৭৭৮৫৩৭৯ এবং [email protected]।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।