আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তালেবান ও আফগান সরকারের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা শুরু করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দোহা সফর করবেন। খবর এএফপি’র।
ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্ত-আফগান শান্তি আলোচনা শুরু করার জন্য কাতারের দোহা সফরে আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এটি তার একটি গুরুত্বপূর্ণ সফর।’
বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা ও তালেবান গ্রুপটি জানায়, তালেবান ও আফগান সরকারের আলোচকদের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা কাতারে শনিবার শুরু হবে।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ১২ সেপ্টেম্বর কাতারে অনুষ্ঠেয় আন্ত-আফগান আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের কথা আনন্দের সাথে ঘোষণা করছে।’
আফগান প্রেসিডেন্টের প্রাসাদ সূত্র জানিয়েছে, সরকারি আলোচকরা এ শান্তি আলোচনায় অংশ নিতে শুক্রবার দোহায় যাচ্ছেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার শান্তি আলোচনা শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।