আফগান সিরিজে ২৬ জনের দলেও নেই মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এ সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে হবে অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাহমুদউল্লাহ রিয়াদ
বিসিবির ঘোষিত সেই দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্যাম্পের প্রথম দিনে টাইগারদের অনুশীলনের সময় মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, মাহমুদউল্লাহ দলে থাকলে তো অনুশীলনেই দেখতেন।

জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া নিক পোথাস প্রথম দিনের ক্যাম্পে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, আফিফ হোসেনদের নিয়ে আলাদাভাবে কাজ করেন।

আজও বৃষ্টিতে আইপিএলের ফাইনাল মাঠে না গড়ালে যে দল হবে চ্যাম্পিয়ন

Previous Article

এমন কি জিনিস যা ভিতরে ঢোকানোর সময় শক্ত থাকে, আর বার করে দিলে নরম হয়ে যায়?

Next Article

সার্বিয়ায় সামান্থার সঙ্গী বলিউড নায়ক