আফ্রিকান নারীর অনুপ্রবেশ, আটক করলো বিজিবি

আফ্রিকান নারী

জুমবাংলা ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আফ্রিকান নারী

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর বিজিবির ৪ ব‍্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’

মোংলা বন্দরে নিলামে উঠছে ৭০টি নামি-দামি গাড়ি

তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’

পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।