বিনোদন ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দা, সব মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এমনকি এপার বাংলা পেরিয়ে কলকাতায় পরিচিতি লাভ করেছেন তিনি। এসবই হয়েছে দুর্দান্ত অভিনয়গুনে। তার অভিনীত ‘হাওয়া’ সিনেমা যেন এরই প্রমাণ।
মেজবাউর রহমান পরিচালিত হাওয়া সিনেমা দেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর কাছে পৌঁছে গেছে। এবার সিনেমার আলোচিত ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গাইতে দেখা গেল সুদূর আফ্রিকার এক ব্যক্তিকে। অভিনেতা চঞ্চলের ফেসবুক পোস্ট থেকেই জানা গেছে এ তথ্য।
সম্প্রতি এ অভিনেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে জানান, সোশ্যালে স্ক্রলিংয়ের সময় এক আফ্রিকানকে সাদা সাদা কালা কালা গান গাইতে দেখেন তিনি। তখন তার সুন্দর করে বাংলা ভাষায় গান গাওয়ার দক্ষতা দেখে অবাক হয়ে যান চঞ্চল।
তিনি আরও জানান, আফ্রিকান ওই ব্যক্তির নাম জৌটেন আটিকব্লুজ। তার জন্ম ও বেড়ে উঠা আফ্রিকায়। তবে বর্তমানে কানাডায় থাকছেন তিনি।
আফ্রিকান ওই ব্যক্তি যে কেবল সাদা সাদা কালা কালা গান গেয়েছেন, এমনটা নয়। এছাড়াও ‘হাওয়া’ সিনেমার টাইটেল সংও গেয়েছেন তিনি।
ভিনদেশি নাগরিকের কণ্ঠে বাংলা ভাষার গান গাওয়া দেখে নিজেকে সামলাতে পারেননি অভিনেতা চঞ্চল। তাইতো আফ্রিকান ব্যক্তিতে দ্রুত ইনবক্স করে ধন্যবাদ জানান। পাল্টা জবাবে সেই ভিনদেশি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।