বিনোদন ডেস্ক: বাংলা একাডেমিতে শুরু হয়ে ঢাকা লিট ফেস্ট। এর অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় শিশুতোষ সেশন ‘অ্যাডভেঞ্চারস অব মম অ্যান্ড মি’।
এতে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরা ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইটি নিয়ে শিশুদের সঙ্গে গল্প করেছেন।
শুরুতে বইটির প্রেক্ষাপট সম্পর্কে মিথিলা জানান, পেশাগত কাজে তিনি বিশ্বের বিভিন্ন দেশ-শহরে যান। তেমনি গিয়েছিলেন আফ্রিকার দেশ তানজানিয়ায়। ওই ভ্রমণে তার সঙ্গী হন কন্যা আইরা। সেখানকার সাফারি পার্কে মা-মেয়ে জীববৈচিত্র্যের অপূর্ব দৃশ্য দেখে আসেন। এই অভিযানের গল্পেই সাজানো হয়েছে ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইটি।
ঢাকা লিট ফেস্টে এসে মিথিলা ও আইরা তাদের বইটি পড়ে শোনান দর্শক সারিতে বসে থাকা শিশুদের। মায়ের ভূমিকায় মিথিলা যখন সাফারিতে দেখা বিভিন্ন প্রাণীর বর্ণনা দিচ্ছেন, তার ফাঁকে ফাঁকেই আইরা বলে ওঠেন, ‘আমি মনে মনে সিম্বাকেই খুঁজছিলাম’।
সিম্বা কে? মিথিলা জানালেন, আফ্রিকায় সিংকেই বলা হয় সিম্বা। সাফারি অভিযানে আইরার প্রধান উদ্দেশ্য ছিল সিংহকে কাছ থেকে দেখা। কিন্তু হাতি, জলহস্তি, হায়েনা কিংবা হরিণ সবই চোখে ধরা দিচ্ছিল, শুধু সিম্বাই অধরা।
পড়ার পাশাপাশি বইতে থাকা ছবিগুলোও ঘুরিয়ে ঘুরিয়ে দেখান শিশুদের। এরপর মিথিলা ও আইরার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে উচ্ছ্বসিত শিশুরা।
দুবাইয়ে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ পুত্র আরিয়ান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।