জুমবাংলা ডেস্ক : বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন। ভাইকে হারিয়ে ঢাকায় অভিভাবকহীন হয়ে পড়েছেন তিনি। তাই সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের বাড়ি কুষ্টিয়াতেই পড়াশোনা করবেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে শনিবার (১২ অক্টোবর) বিকালে সাংবাদিকদের আবরার ফায়াজ তার সিদ্ধান্তের কথা জানান।
ফায়াজ বলেন, আমাকে আমার ভাই ঢাকায় নিয়ে ঢাকা কলেজে ভর্তি করেছিলেন। ওখানে সেই ছিলো আমার অভিভাবক। ঢাকায় ওই আমাকে দেখভাল করতো। এখন ভাইকে হারিয়ে আমি একা হয়ে পড়েছি। এ অবস্থায় ঢাকায় থাকার কোনো মানে হয় না। আমাদের দুই ভাইয়ের যে সম্পর্ক ছিলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে মা–বাবার কথা তেমন মনেই হতো না। আর সেই ভাই এখন নেই। তাহলে কার জন্য এখন ঢাকায় পড়ে থাকব। এদিকে ভাইয়াকে হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর ঢাকায় না, কুষ্টিয়াতেই একটি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে নেবো।
প্রসঙ্গত ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের নিজের কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বেধড়ক পে*টান। ওইদিন রাত তিনটার দিকে হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার আগ থেকে আবরার ফায়াজ কুষ্টিয়ায় গ্রামের বাড়িতেই আছেন। এখনও ঢাকায় ফেরেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।