জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে শুক্রবার বিকালে অনুষ্ঠিত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এই ঘোষণা দেন। এসময় তিনি আবরার হত্যা মামলার খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান।
বৈঠকে বুয়েটে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, অভিযুক্ত ১৯জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ ছাত্রদের অধিকাংশ দাবিই মেনে নেন ভিসি। আবরার ফাহাদের হত্যার দ্রুততম বিচারের ব্যবস্থা করার জন্য সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
কিন্তু ভর্তি পরীক্ষার বিষয়ে সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়। আবরার ফাহাদ হত্যার পর বুয়েটের আন্দোলনরত ১০ দফা দাবি পেশ করেছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এসব দাবিদাওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।
গত রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। নির্মম পিটুনিতে আবরার লুটিয়ে পড়েন। এরপর নিথর দেহ টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন ঘাতকরা। পরে বুয়েটের চিকিৎসক এসে আবরারকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।