জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের আবরার স্মরণে আজ বৃহস্পতিবার শোকর্যালী করবে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার রাতে ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডটি ছাত্র সমাজসহ প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নিহত আবরার ফাহাদের স্মরণে এক শোকর্যালীর কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র্যালী শুরু হবে।
গত রবিবার রাতে আবরার ফাহাদকে থেমে থেমে ৫ ঘণ্টা ধরে অমানুষিক নির্যাতন চালায় ঘাতকরা।দফায় দফায় পেটানোর এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ মেধাবী ছাত্র।
ডিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বুয়েট ছাত্রলীগের ২৪ থেকে ২৫ জন নেতা-কর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।