জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, ‘এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
মঙ্গলবার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জননেত্রী শেখ হাসিনা এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং এইসব আইনের শাসন উনারা (বিএনপি) নষ্ট করেছিলেন।’
এর আগে মন্ত্রী ট্রেনে চেপে ঢাকা থেকে আখাউড়া আসেন। পরে সড়ক পথে কসবা উপজেলার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।