জুমবাংলা ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের ২৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Table of Contents
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহীর ৮ ও খুলনার ১০ জেলাসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলায় এই তাপপ্রবাহ বিরাজ করছে।
গরম কমবে রবিবারের পর
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একইরকম থাকতে পারে। তবে এরপর বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেশের ভঙ্গুর অর্থনীতি প্রবাসীদের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলমান থাকলেও আগামী রবিবারের পর পরিস্থিতির উন্নতি হতে পারে। সম্ভাব্য বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।