জুমবাংলা ডেস্ক : আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। তিনদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কেজিতে ১০ থেকে ১২ টাকা ও নওগাঁয় ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আজ রোববার হিলিতে এই দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।
তিন দিন আগেও হিলি বন্দরে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯৫ টাকা থেকে ১০২ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজের উৎপাদন হয়, সেসব অঞ্চলে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। ফলে সেখানে পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়ছে।
অন্যদিকে, নওগাঁর বাজারে ৩ দিন আগেও প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০ টাকা থেকে ১২০ টাকা দরে। এখন পাইকারি বাজারে এ পেয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা এবং খুচরা বাজারে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে প্রয়োজনের চেয়ে কম পেঁয়াজ আমদানি, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টিপাত ও মজুত কমায় দাম বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।