আন্তর্জাতিক ডেস্ক : খনি থেকে পাওয়া দুই টুকরো পাথরে গত জুন মাসে রাতারাতি কোটিপতি হয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন তাঞ্জানিয়ার সানিনিও লাইসের। দারুণ এক ভাগ্য তার। দুই মাস না যেতেই আবারও মূল্যবান ‘তানঞ্জানিতে স্টোনের’ আরেকটি টুকরো পেয়েছেন তিনি।
এবারের টুকরোটির ওজন ৬.৩ কেজি; দাম ২০ কোটি ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৮০ লাখ টাকা!
পৃথিবীতে একমাত্র তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলেই অতি মূল্যবান ‘তানঞ্জানিতে স্টোন’ পাওয়া যায়। দামি অলংকার তৈরিতে ব্যবহৃত হয় এই রত্নপাথর।
এটা পৃথিবীতে বিরল রত্নপাথরগুলোর একটি। ভূ-তত্ত্ববিদদের মতে, আগামী ২০ বছরের মধ্যে ‘তানঞ্জানিতে স্টোন’ একেবারে ফুরিয়ে যাবে।
বিরল হওয়ায় এবং লাল, সবুজ, পার্পল, নীলসহ বিভিন্ন রং ও ঔজ্জ্বল্যের কারণে অলংকার প্রেমীদের মাঝে এর কদর অনেক।
আগের মতো এবারও পাথরের টুকরোটি সরকারের কাছে বিক্রি করেছেন লাইসের। এ ব্যাপারে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে অন্যদেরও আহ্বান জানিয়েছেন তিনি।
নব ধনকুবের লাইসেরের চারজন স্ত্রী। রাতারাতি কোটিপতি হলেও আগের মতোই সাধারণ জীবনযাপন করেন লাইসের। আগের মতোই ২ হাজারটি গরু দেখভাল করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।