ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী নতুন নাটক ‘শালিক বালিকা’তে আবারও দর্শকের মন জয় করেছেন। বেসরকারি টেলিভিশন মাছরাঙার ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে নির্মিত এ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
টেলিভিশনে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি অনলাইনে স্বল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নাটকে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে ইয়াশ রোহান বলেন, “দর্শকের ভালোবাসার কারণেই তটিনীর সঙ্গে সবচেয়ে বেশি নাটকে কাজ করার সুযোগ হয়েছে। তারা আমাদের জুটিকে পছন্দ করছেন বলেই নির্মাতারা নানা গল্পে আমাদের উপস্থাপন করছেন। ‘শালিক বালিকা’ সেই ধারাবাহিকতারই অংশ, যা দর্শকের প্রত্যাশা পূরণ করেছে জেনে খুব ভালো লাগছে।”
https://inews.zoombangla.com/%e0%a6%8b%e0%a6%a4%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6/
একই মন্তব্য করেছেন অভিনেত্রী তটিনীও। টেলিভিশনে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি অনলাইনে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইয়াশ-তটিনীর অনিন্দ্য অভিনয় নাটকটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে।