আন্তর্জাতিক ডেস্ক: ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নিয়ার তালিকার শীর্ষস্থান হারালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সেই স্থানে এলেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ।
টেসলা ও টুইটারের মালিক এখন দ্বিতীয় শীর্ষ বিলিয়নিয়ার, তার সম্পদের মূল্য আনুমানিক ১৮ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় তিন হাজার ৯০০ কোটি ডলার কম।
মাস্কের হারিয়ে ফেলা স্থানটি এখন ফরাসি বিলাসী পণ্য জায়ান্ট এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁর। তার মোট সম্পদ গত বছরে পাঁচ হাজার কোটি ডলার বেড়ে ২১ হাজার ১০০ কোটি ডলার হয়েছে।
অবশ্য মাস্কের অবস্থান হারানো অবাক হওয়ার মতো নয়। গত কয়েক মাস ধরে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ার’ তালিকায় প্রায়শ আহনোঁর কাছে তাকে হারতে হয়েছে।
মঙ্গলবার বার্ষিক এ তালিকা প্রকাশ করে ফোর্বস।
চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার ক্রয়, টেসলার শেয়ার থেকে অর্থায়ন, বিনিয়োগকারীদের অনাস্থা মিলিয়ে মাস্কের সম্পদ কমেছে বলে সাময়িকীটি জানায়। টেসলা ওই বছর লোকসানের অনেকটা কাটিয়ে উঠলেও টুইটার কেনার আগের অবস্থান থেকে তা উল্লেখযোগ্যভাবে কম।
মহাকাশ কোম্পানি স্পেসএক্স এই ধনকুবেরের জন্য আশীর্বাদ হয়েই ছিল। গত বছরে এক হাজার ৩০০ কোটি থেকে ১৪ হাজার কোটি ডলারে বেড়েছে।
অবশ্য অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তালিকার যেকোনও বিলিয়নিয়ারের মধ্যে সবচেয়ে বেশি অর্থ হারিয়েছেন, পাঁচ হাজার ৭০০ কোটি ডলার। তিনি আছেন তৃতীয় অবস্থানে। অ্যামাজনের শেয়ারে গত বছর ৪০ শতাংশ পতন হয়েছিল।
বেহনা আহনোঁ সম্পর্কে ফোর্বস বলছে, তার বিলাসী পণ্যগুলো রেকর্ড মুনাফা করেছে। এর মধ্যে আছে লুই ভুতোঁ, ক্রিশ্চিয়ান ডিওর ও টিফনি অ্যান্ড কোং। এলভিএমএইচের শেয়ার গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।
ফোর্বসের এবারের তালিকায় মোট বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৬৪০ জন, যা আগের বছর ছিল দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে টানা দ্বিতীয়বার পতন ঘটল। সূত্র: সিএনএন
আম্বানির পার্টিতে খাবারের সাথে টিস্যুর বদলে টাকার নোট নিয়ে যা জানা গেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।