বিনোদন ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। এমনটাই জানা গেছে ওলিজার ফেসবুক সূত্রে। ১৬ নভেম্বর (সোমবার) ওলিজার দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ওই আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ওলিজা মনোয়ার। ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
২০১৮ সালের ১৯ জুন ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। জমকালো আয়োজনের তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এক বছর পর প্রথম পুত্রসন্তান জন্ম দেন ওলিজা। প্রথমবার নানা হয়ে সেসময় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ডিপজল।
ডিপজল কন্যা ওলিজ লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। মেকআপের বিশেষ পারদর্শী ওলিজার পরিচালনায় আসার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


