বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও রোশান জুটি বেঁধে ২০১৬ সালে অভিনয় করেন ‘রক্ত’ ছবিতে। আলোচিত হওয়ার পাশাপাশি দর্শকমহলেও প্রশংসিত হয় তাদের এই জুটি। তারই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরী-রোশান। ছবির নাম ‘মুখোশ’।
এর আগে, গত জুলাই মাসে সরকারি অনুদানে নির্মিতব্য ছবি ‘মুখোশ’-এ চুক্তিবদ্ধ হন পরীমনি। সম্প্রতি এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ নিজেই।
তিনি বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। সরকারি অনুদানে ছবিটির শুটিং করতে পারছি এটা আমার জন্য বড় পাওয়া। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু করার ইচ্ছে আছে।’
নির্মাতা শুভ আরও বলেন, ‘অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে গতকাল (৬ সেপ্টেম্বর) রোশানকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। সালমানের অন্ধ ভক্ত হিসেবে, আমার ছবির নায়ক হিসেবে রোশানকেই পছন্দ ছিল। গল্পেও সে সুপারস্টারের চরিত্রে অভিনয় করবে।’
পরীমনি বলেন, ‘নির্মাতা শুভ ভাইয়ের ছবির গল্প আমাকে মুগ্ধ করেছে। তাই একবাক্যে রাজি হয়েছি।’
পরিচালনার পাশাপাশি ‘মুখোশ’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইফতেখার শুভ। ২০১৯-২০ অর্থবছরে ‘লেখক’ শিরোনামের ছবিটি সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ছবির নির্মাণকাজ শুরু হচ্ছে ‘মুখোশ’ নামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।