বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে আছেন বাকের ভাই’খ্যাত গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। ‘জলছবি’ নামে টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরছেন এই অভিনেতা। এতে তার সহকারী হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তারিনকে। শুভাশিস সিনহার রচনায় এটি নির্মাণ করছেন হাসান রেজাউল।
কাজ করতে গিয়ে অনেকেই সহকর্মীর প্রেমে পড়েন। এক নারী সহকর্মীর প্রেমে পড়েছেন কবি। দু’জনের মধ্যে সম্পর্কটাও বেশ। ব্যক্তিজীবনে কবি বিবাহিত, বয়স সত্তর ছাড়িয়ে গেছে। ঘরে স্ত্রীও আছে। কবিতা লিখতে লিখতে জীবনের বড় একটা সময় পার করেছেন তিনি। এদিকে, কবির সহকারী অন্য একটি ছেলেকে পছন্দ করেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘জলছবি’।
এই প্রসঙ্গে হাসান রেজাউল বলেন, ‘জলছবি’র মধ্য দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। প্রায় দেড় বছর আগে, এর স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কবি চরিত্রটির জন্য বারবার মনে হচ্ছিল, নূর ভাইকেই লাগবে। কারণ তিনিই এর জন্য পারফেক্ট। নূর ভাই খুব ব্যস্ত মানুষ। তার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি গল্পটি পড়ে এতে অভিনয়ের সম্মতি জানান। তার শিডিউল নিয়ে গতকাল থেকে কাজটি শুরু করেছি। আশা করি, দর্শকদের সুন্দর একটি গল্প উপহার দিতে পারবো।
জানা যায়, উত্তরায় এর শুটিং চলছে। বঙ্গ বিডির প্রযোজনায় ‘জলছবি’ প্রচার হবে ঈদে এনটিভিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।