জুমবাংলা ডেস্ক : ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। এবার প্রতি ডলারে টাকার মান কমেছে এক টাকা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এক টাকা বেশি দামে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার প্রতি ডলারের দাম ৯৫ টাকা ছিল। কিন্তু সোমবার তা বিক্রি হয়েছে ৯৬ টাকায়। এ নিয়ে চলতি বছরের শুরুর তুলনায় ডলারের দাম বাড়ল ১০ টাকা ২০ পয়সা। গত বছরের আগস্টে প্রতি ডলার ছিল ৮৫ টাকা।
নতুন দামে ডলার বিক্রির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি খরচ বেড়ে গেছে। এতে দেশে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। তাই ডলারের দামও বাড়ছে।
এদিন বিভিন্ন ব্যাংকের কাছে নতুন দামে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি অর্থবছরে রিজার্ভ থেকে মোট ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করা হয়েছে। গত অর্থবছরে রিজার্ভ থেকে মোট ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রি করা হয়েছিল।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।গত বছর রিজার্ভ বেড়ে ৪ হাজার ৮০০ কোটি ডলার হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।