আবারও মার্কিন দূতাবাসের কাছে তালেবান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে রাজধানী কাবুলে ফের মার্কিন দূতাবাসে কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে কাবুলের মাসুদ স্কয়ারের কাছে এ হামলা চালানো হয়।

বিবিসি জানায়, ওই এলাকায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং ন্যাটো বাহিনীর ভবনগুলো রয়েছে।

এর আগে কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন। তবে অক্ষত আছেন প্রেসিডেন্ট ঘানি।

দুটি হামলারই দায় স্বীকার করেছে তালেবান যোদ্ধারা। নির্বাচনী সমাবেশে লোকজনকে যেতে বারণ করে তারা বলেছে, নিষেধ করা সত্ত্বেও এসব সমাবেশে গিয়ে যারা মারা পড়বে, তার দায় তাদেরই নিতে হবে।

এর আগে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে আত্মঘাতী হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পর মাসের শুরুর দিকে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ (মৃত) ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং এই নির্বাচন ঘিরে হামলা জোরদার করেছে তালেবান যোদ্ধারা।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *