স্পোর্টস ডেস্ক : ড্রেসিংরুমে ফেরার পথে ভারতীয় খেলোয়াড়েরা অভিনন্দন-শুভেচ্ছা জানালেন স্বঘোষিত ‘বস’ ক্রিস গেইল। আর এ দৃশ্য দেখে যে কারো মনে হবে, হয়তো নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলে ফেললেন গেইল। তবে আসলে কি তা নিয়ে রয়েছে বিতর্ক। কারণ এর আগেও একবার অবসরে ঘোষণা দিয়েছিলেন গেইল।
গত ফেব্রুয়ারিতে গেইল জানিয়েছিলেন বিশ্বকাপ দিয়েই শেষ হবে তাঁর ওয়ানডে ক্যারিয়ার।
তবে এবারে গেইল যেভাবে শুভেচ্ছা আর অভিনন্দনের জবাব দিতে দিতে ড্রেসিংরুমে ফিরছিলেন, ধারাভাষ্যকরদেরও অনুমান ক্যারিয়ারের শেষ ওয়ানডে বোধ হয় খেলে ফেললেন জ্যামাইকান ওপেনার। আর এটা শেষ হলে মন্দ হবে না গেইলের।
গেইল-এভিন লুইসের ওপেনিং জুটি ১১৫ রান এনে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোর এনে দেওয়ার চেষ্টা করেছেন শাই হোপ আর শিমরন হেটমায়ার। ক্যারিবীয়রা ২২ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তোলার পর ম্যাচটা থমকে গেছে বৃষ্টিবাধায়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.