স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর প্রথম ওভার থেকে এক প্রান্তে তাইজুল ইসলামকে টানা বোলিং করাচ্ছেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদানও দিতে দেরি করেনি তিনি। দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার।
দলীয় ১৯ রানে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছিলেন তাইজুল। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন রহমত শাহ। তাতেও বাদ সাদলেন তিনি। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙলেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার।
Advertisement
ইহসানউল্লাহ শিকার ছিল তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেট। ইব্রাহিমকে বিদায় করে ‘সেঞ্চুরি’ ছাড়িয়ে গেলেন তিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার ঝুলিতে এখন উইকেট সংখ্যা ১০১।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ৭৬ রান করেছে আফগানিস্তান। রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহীদি ব্যাট করছেন।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।