Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরাইল আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সে হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। খবর পার্সটুডে’র।
বার্তা সংস্থাটি বলছে, বুধবার রাত ১টা ২৬ মিনিটের দিকে লেবাননের রাজধানী বৈরুতের আকাশ থেকে ইসরাইলি বিমান সিরিয়ার হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়। অবশ্য এ হামলায় কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে সানা জানিয়েছে।
বার্তা সংস্থাটি আরো জানায়, ইসরাইলি হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের একজন বেসামরিক নাগরিক এবং ছয়জন সেনা।
গত সপ্তাহেও ইসরাইল সিরিয়ার ওপর হামলা চালিয়েছিল। এ নিয়ে ইসরাইল চলতি মাসে সিরিয়ার ওপর চার বার হামলা চালালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।