আবারো পরীমনিকে খোঁচা দিয়ে যা বললেন মিম

মিম-পরী

বিনোদন ডেস্ক: আধা ঘন্টার ব্যবধানে মিমের সেই পোস্টে দেড় শতাধিক মন্তব্য পড়েছে। এর মধ্যে বহু মন্তব্য রয়েছে এমন; ‘এখানেও খোঁচা!’, ‘পরীমনিকে খোঁচা দিলেন নাকি?’

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের বাকযুদ্ধে।

কদিন আগে হঠাৎ করেই ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি।

এরপর নাম উল্লেখ না করে পরীমনির উদ্দেশে স্ট্যাটাস দেন মিম। এ নিয়ে আবারও পাল্টা স্ট্যাটাস দেন পরীমনি।

এরই মধ্যে একদিনের বিরতি দিয়ে আবার পরীমনিকে ‘খোঁচা’র অভিযোগ উঠলো মিমের নামে।

রবিবার নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারই একটি বাণী ফেসবুকে পোস্ট করেছেন মিম। বাণীটি হলো, ‘মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে।’

এর পরপরই সেই পোস্টে নানারকম মন্তব্যের ঝড়। এই বাণীটি পরীমনিকে খোঁচা দিতেই মিম পোস্ট করেছেন বলে মন্তব্য নেটিজেনদের।
মিম-পরী
আধা ঘন্টার ব্যবধানে সেই পোস্টে দেড় শতাধিক মন্তব্য পড়েছে। এর মধ্যে বহু মন্তব্য রয়েছে এমন; ‘এখানেও খোঁচা!’, ‘পরীমনিকে খোঁচা দিলেন নাকি?’, ‘পরীমনিরে এভাবে খোঁচা না দিলেও পারতেন!’, ‘পরীমনিকে মাইর দিলেন’, ‘মনে মনে মেনশন পরীমনি’, ‘খোঁচা রে’, ‘খোঁচা চলতেই আছে’।

এমন নানা মন্তব্য পড়তে শুরু করে মিমের সেই পোস্টে। এমন মন্তব্যের ঝড়েই হয়তো পোস্টটি সরিয়ে ফেলেছেন তিনি। আধাঘন্টা পরে সেটি আর ফেসবুকে দেখা যাচ্ছে না।

গত ১০ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি। আর তাদের সম্পর্কের মধ্যস্থতাকারী হিসেবে ইঙ্গিত দিয়ে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে অ্যাখা দেন তিনি।

সেই স্ট্যাটাসে মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

আর্জেন্টাইন ভক্তদের বিশ্বকাপ উন্মাদনায় মাতাতে এবারও গাইবেন হিরো আলম