আবারো বিয়ে করলেন শেরিল স্যান্ডবার্গ

শেরিল স্যান্ডবার্গ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০১৫ সালে স্বামী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর শেরিল স্যান্ডবার্গের হৃদয় ভেঙে গিয়েছিল। কখনই ভাবেননি আবার জীবনটা নতুন করে শুরু করতে পারবেন। কিন্তু সাবেক স্বামীর পরিবার তা চেয়েছিল।অবশেষে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তিনি। শনিবার শেরিল স্যান্ডবার্গ বিয়ে করেছেন বিপণন কর্মকর্তা ও সাবেক টিভি প্রযোজক টম বার্নথালকে।
শেরিল স্যান্ডবার্গ
শেরিল ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার বিদায়ী প্রধান পরিচালন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ে শনিবার তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৯ সালে শেরিল ও টম একে অন্যের প্রেমে পড়েন। পরের বছরই দুজনের বাগদান হয়েছিল। শেরিলের আগের সংসারে দুই ও টমের তিন সন্তান রয়েছে। তারাও হাজির ছিল বিয়েতে।

এ বছরই মেটা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শেরিল। তিনি বলেছিলেন, দাতব্য কাজে মনোযোগ দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিয়েতেও দেখা গেছে তার প্রতিফলন। অতিথিদের উপহার আনা বারণ ছিল। তার বদলে বাল্যবিবাহ রোধে পরিচালিত কর্মসূচিতে তাদের অনুদান প্রদানের আহ্বান জানানো হয়।

কালো বিকিনিতে ভক্তদের মনে ঝড় তুললেন জয়া আহসান!