স্পোর্টস ডেস্ক: ফের ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। মাস কয়েক আগে ভারতের কাছে হারা মিরাজুলদের ফের একই বেদনা উপহার দিল ভারতের যুবারা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
সোমবার শ্রীলংকার কলম্বোয় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের যুবারা। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে হয় তিন গোল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে থাংলালসোন গাংটের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের।
খেলার ৫৯ মিনিটে গাংটের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারতের যুবারা।
৬১ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিক থেকে ব্যবধান কমান মিরাজুল ইসলাম।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় বল ছিল বাংলাদেশের পায়েই। একের পর এক আক্রমণে গোল শোধ করার চেষ্টা করেন রাতুল-রানা-মিরাজরা। কিন্তু সব আক্রমণ থেমে যাচ্ছিল ভারতের রক্ষণ দুর্গের সামনে।
ফাইনালে পাকিস্তানের হারের পর শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠেই গম্ভীরের উল্লাস (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।