আবারো যখন মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আসন্ন ল্যাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেই মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে এই দুই জায়ান্ট।

কলম্বিয়ার মাটিতে এই টুর্নামেন্ট চলবে আগামী বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ল্যাতিনের ১০টি দল নিয়েই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।
ব্রাজিল-আর্জেন্টিনা
এখানে ৫টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। তার মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি এবং বলিভিয়া।

ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হবে প্যারাগুয়ের বিপক্ষে। দুই দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে যা হবে ২৩ তারিখে।

এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিল। তারা এখন পর্যন্ত ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা উরুগুয়ে ও তৃতীয় সর্বোচ্চ শিরোপা আর্জেন্টিনার।

এবার আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছে মেসি