বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। তার বাবা প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয় সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।
তবে বর্তমানে কোনো এক অজানা কারণে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। সেখানে ব্যবসা করেন। এর মাঝেই সিনেমা নির্মাণের পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন মারুফ।
এর আগে ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ বলেন, আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।
উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মারুফ। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘সর্বনাশা ইয়াবা’,‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’,‘গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘রাস্তার ছেলে’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান’, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘ওয়ান্টেড’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ।
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, বিয়ের পর যে করবেন পূজা চেরী!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।