আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের প্রভাবে শুরুর আগে বা মার্চ মাসের আগে ইস্যু হওয়া বা স্ট্যাম্পিং হওয়া ভিসাগুলো নতুন করে নিতে আবারো কঠোর শর্ত দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। এখন থেকে মেয়াদ শেষ হওয়া স্ট্যাম্পিং ভিসা নতুন করে নিতে কফিলের লেটার ( নিয়োগদাতার চিঠি ) লাগবে। রবিবার ( ১৫ নভেম্বর ) সৌদি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মেয়াদ উত্তির্ণ ওয়ার্কের স্ট্যাম্পিং ভিসার মোয়াদ বাড়াতে ( নতুন করে নিতে) কফিলের লেটারসহ ( চিঠি ) পাসপোর্ট জমা দিতে হবে। পূর্বে কফিল লেটার ছাড়া যে সকল ভিসা প্রদান করা হয়েছে, সেই সকল ভিসার ব্যাপারে ভিসার জন্য আবেদনকৃত অফিসসমূহ দায়িত্ব বহন করতে হবে। সকল ধরণের পেশার স্ট্যাম্পিং ভিসার মেয়াদ বাড়াতে কফিল লেটারসহ পাসপোর্ট জমা দিতে হবে।”
এতে করে এই ভিসাগুলো নতুন করে নিতে আবারো জটিলতায় পড়তে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনশক্তি প্রেরণকারিদের সংগঠন বায়রার তথ্য মতে ৪৬ হাজার ৮০০ ভিসা করোনার আগে স্ট্যাম্পিং হয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।