বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রায় ১১ বছর পর নাটকে অভিনয় করলেন। ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও তার আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই এবার একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ধারাবাহিকটির নাম ‘গোল্ডেন সিক্স’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।
গত বৃহস্পতিবার থেকে রাজধানীর কয়েকটি লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি, দর্শকরা একটি ভালো ধারাবাহিক নাটক দেখতে পাবেন। গোল্ডেন সিক্স প্রচার হবে আরটিভিতে।
Advertisement
উল্লেখ্য, ২০১০ সালে ‘টি টোয়েন্টি’ নামে একটি খণ্ড নাটকে প্রথম অভিনয় করেছিলেন আশরাফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।