আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে যে, তারা আগামীকাল (বুধবার) থেকে নর্ড স্ট্রিম পাইপ লাইনে শতকরা বিশ ভাগ গ্যাস সরবরাহ কমাবে। খবর পার্সটুডে’র।
নর্ড স্ট্রিম পাইপ লাইনের মধ্যদিয়ে রাশিয়া জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করে থাকে। ফলে রাশিয়ার এই ঘোষণায় ইউরোপে নতুন করে সংকট দেখা দিয়েছে।
রাশিয়া বলেছে, ইঞ্জিনের কারিগরি অবস্থা বিবেচনা করে তারা গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নর্ড স্ট্রিম হচ্ছে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের একক বৃহত্তম পাইপ লাইন। শতকরা ২০ ভাগ গ্যাস সরবরাহ কমানোর ফলে বুধবার থেকে প্রতিদিন এই পাইপ লাইন দিয়ে ৩ কোটি ৩০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে।
বর্তমানে এই পাইপলাইন দিয়ে এর সক্ষমতা শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ করা হচ্ছে। সে ক্ষেত্রে আরো ২০ ভাগ কমিয়ে দিলে তা ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানির জন্য বড় রকমের সংকট ডেকে আনবে।
ক্রেমলিন বলছে, রক্ষণাবেক্ষণগত সমস্যা ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে জার্মানি বলছে, তারা গ্যাস সরবরাহ কমানোর কোনো যৌক্তিক কারণ এ মুহূর্তে দেখছে না। পাইপলাইনে কোন কারিগরি ত্রুটিও নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।