জুমবাংলা ডেস্ক : দেশে বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হতে থাকায় আবারও দুই সপ্তাহের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামীকাল ১৬ জুন (মঙ্গলবার) এই ছুটি শুরু হবে, চলবে ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত।
তবে এবার সারা দেশ নয়, এই ছুটি থাকবে শুধু সরকার ঘোষিত রেড ও ইয়েলো জোনে। গ্রিন জোনে স্বাভাবিক জীবনযাত্রা চালু থাকবে।
দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়। এর প্রেক্ষিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ানো হয়। গত ৩০ মে ওই মেয়াদের সাধারণ ছুটি শেষ হয়।
কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের গতি বাড়তে থাকায় গত সপ্তাহে ফের সাধারণ ছুটির চিন্তাভাবনা শুরু করে সরকার। এর প্রেক্ষিতে আজ ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরসমূহ এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।