জুমবাংলা ডেস্ক : নগরীর স্যার ইকবাল মোড়স্থ আবাসিক হোটেল আল আরাফাহ ইন্টারন্যাশনাল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ নারী ও ৪ পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান চলে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক গ্রেফতার ৬ জনকে গতকাল আদালতে হাজির করেন। বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ ৬ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
অভিযুক্তরা হলেন নগরীর ক্রস রোডের বাসিন্দা মোঃ নুর আলীর ছেলে হোটেলের কর্মচারী মোঃ কাওসার আলী (৫০), রূপসা থানার আলাইপুর আনন্দনগর গ্রামের মৃত হাশেম আলী শেখের ছেলে হোটেলের কর্মচারী মোঃ হেমায়েত হোসেন (৪৮), খালিশপুর ক্রিসেন্ট জুট মিল কোয়াটারের মৃত আবু তালেব শেখের ছেলে মোঃ আনিসুল ইসলাম (৪৯), তেরখাদা থানার পাতলেডাঙ্গা গ্রামের বাদশা মোল্লার ছেলে মোঃ রাকিব মোল্লা (২৬), নগরীর বয়রা ইসলামিয়া কলেজ রোডের রমজান সরদারের মেয়ে রুমা খাতুন (২১) ও নরসিংদী জেলার রায়পুরা থানার আতিয়াবাজ গ্রামের হাসান শিকদারের মেয়ে নাজমা বেগম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর স্যার ইকবাল মোড়স্থ আবাসিক হোটেল আল আরাফাহ ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করেন ডিবি ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক। এ সময় হোটেল কক্ষ থেকে তাদের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।