সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে নয় নারীসহ ১৮ জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পদ্মা আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পদ্মা আবাসিক হোটেল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে দুইজন এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পরিবারের লোকজনকে বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তাদের বয়সের প্রমাণপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।