আজ মঙ্গলবার ভোরে হোটেলের একটি কক্ষ থেকে ইশিতা (২০) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গত ২৯ ফেব্রুয়ারি যশোর থেকে কুয়াকাটায় এসেছিলেন ইশিতা। একটি আবাসিক হোটেলের ১০৮ নম্বর রুম বুকিং করে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজিস্ট্রারে নাম এন্ট্রি করেন রাজ্জাক (২৪) ও ইশিতা। ভোরে ওই তরুণীর মু’ত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই তরুণীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। রাজ্জাক পলাতক রয়েছে তাই ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বলা যাবে মৃ’ত্যুর আসল কারণ। তরুণীর আর কোন পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।