শুধু অভিনয় নয়, স্পষ্ট মতামতের জন্যও শিরোনামে আসেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আসছে পুজায় মুক্তি পাচ্ছে তার ছবি ‘বহুরূপী’। তা নিয়েও উত্তেজনা স্পষ্ট অভিনেত্রীর। এছাড়াও এ ছবিতে ঋতাভরীর বিপরীতে আছেন ব্যোমকেশ খ্যাত অভিনেতা আবীর চ্যাটার্জি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ঋতাভরী। সেখানে আবীরের সঙ্গে পর্দা ভাগ করার গল্পও শোনান অভিনেত্রী। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল, তা নিয়েও অভিজ্ঞতা শেয়ার করেন ঋতাভরী।
অভিনেতা আবীরের ওপর নাকি ক্রাশও খেয়েছিলেন ঋতাভরী। সে কথা অবশ্য অভিনেত্রী নিজের মুখেই শিকার করেছিলেন। কিন্তু এখন নাকি আগের মত সেই ভালোলাগা নেই আবীরের ওপর। ঋতাভরীর কথায়, ‘আবীরদাকে যখন চিনতাম না, তখন তার উপর ক্রাশ ছিল। এখন আর একবিন্দুও ক্রাশ নেই। ‘ফাটাফাটি’ ছবির সময় থেকেই সেই অনুভূতি উধাও। একটা মানুষকে পর্দায় দেখলে কিছু ধারণা তৈরি হয়। যেমন আবীরদাকে ‘ব্যোমকেশ’-এর মতোই মনে হয়েছিল। পরে বুঝলাম, তিনি ‘ব্যোমকেশ’ নন, আবীর চট্টোপাধ্যায়। তবে সহ-অভিনেতা হিসাবে আবীরদা অসাধারণ। ওর সঙ্গে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।’
এরপরই আসে আবিরের সঙ্গে ঋতাভরীর ঘনিষ্ঠ দৃশ্যের কাজ করা নিয়ে আলোচনা। অভিনেতার সঙ্গে এমন দৃশ্যে কাজ করতে কোনো আপত্তি কাজ করেছে কী না, জবাবে ঋতাভরী বলেন, ‘আবীরদাও আমার সঙ্গে স্বচ্ছন্দ। সেই বোঝাপড়া রয়েছে। না হলে আমাদের জুটিটা এতটা এগিয়ে যেত না। আমরা তো উত্তমকুমার-সুচিত্রা সেন অথবা শাহরুখ খান-কাজলের মতো জুটি নই। তাই প্রতি বারই আমাদের রসায়ন তৈরি করতে হয়।’
ঋতাভরী বলেন, ‘আবীরদার একটা জগৎ আছে স্ত্রী ও পরিবার নিয়ে। আমার একটা অন্য জগৎ রয়েছে। মানুষ হিসাবেও আমরা ভিন্ন। কিন্তু পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও স্বচ্ছন্দ। আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পেরেছি কারণ আমি বা আবীরদা কেউই কামযন্ত্রণায় ছটফট করি না। তাই এই দৃশ্যগুলিতে পরস্পরের স্পর্শে কখনও অস্বস্তি হয়নি।বুম্বাদা-ঋতুদির পরে আমি নিজেদের জুটির মধ্যে সেই রসায়ন খুঁজে পেয়েছি। সত্যিই যেন দুটো মানুষ পরস্পরকে ভীষণ ভাবে চায়।’
উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত ‘বহুরূপী’ ছবির মাধ্যমে দর্শকরা দেখতে চলেছেন আবির ও ঋতাভরীকে। এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দুই তারকা। শোনা যাচ্ছে, এই ছবিতেও রোমান্টিক মুডে দেখা যাবে আবীর-ঋতাভরীকে। প্রথম ছবি থেকেই দু’জনের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হওয়ায় এই ছবির ক্ষেত্রে তা অনেকটাই সাহায্য করেছে বলেও জানান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।