বিজনেস ডেস্ক : আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সফরটিতে শেখ মোহাম্মদ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন খাতে উভয় পক্ষের মধ্যকার সমন্বিত কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করে দেখবেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও থাকবে আলোচ্য সূচিতে। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ওয়াম বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর অ্যারাবিয়ান বিজনেস।
বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল সফরসঙ্গী হচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্সের। গত এপ্রিলে উভয় দেশ আগামী বছরে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৭ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দুবাইয়ের শাসক ও ইউএইর ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
শেখ মোহাম্মদ মাখতুমের বেইজিং সফরে বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষর হয় এবং বড় অংকের কয়েকটি বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে ছিল এক্সপো ২০২০ উপলক্ষে দুবাইয়ে নতুন সিল্ক রোডের আওতায় ছয় কোটি বর্গফুটের একটি স্টেশন স্থাপন করা।
জাবেল আলি থেকে পুরো বিশ্বে চীনা পণ্য সরবরাহের উদ্দেশ্যে নির্মিত ওই স্টেশনটিতে ২৪০ কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা দিয়েছিল চীনা কোম্পানি ওয়াইইয়ু। এছাড়া ১০০ কোটি ডলারের একটি ‘সবজির ঝুড়ি’ (ভেজিটেবল বাস্কেট) নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন শেখ মোহাম্মদ, যার মাধ্যমে সমগ্র বিশ্বে কৃষিজাত পণ্য, সামুদ্রিক ও প্রাণিজ পণ্য রফতানি করা হবে।
উভয় দেশ নিজেদের মধ্যে সহযোগিতার হাত ঠিক এ সময়টাতে বাড়াচ্ছেন, যখন ইউএইতে চীনা পর্যটক আগমনের সংখ্যা প্রতি বছর বাড়ছে। ২০১৮ সালে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি চীনা পর্যটক ইউএই সফর করেন।
২০০ কোটিরও বেশি জনসংখ্যার উদীয়মান বাজারে চীনের প্রবেশের সুযোগ করে দিচ্ছে ইউএই। চার হাজারেরও বেশি চীনা কোম্পানি তাদের প্রধান আঞ্চলিক কার্যালয় হিসেবে বেছে নিয়েছে উপসাগরীয় এ দেশটিকে।
তেলবহির্ভূত বাণিজ্যের দিক থেকে ইউএইর প্রধান বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। ২০১৭ সালে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়িয়েছিল ৫ হাজার ৩৩০ কোটি ডলারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।