আবু সাঈদ হত্যার ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি : নতুন পাঠ্যপুস্তকে এনসিটিবি প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার এই ভুল তারিখ সংশোধনের দাবি এবং অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেরোবি শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারী, ২০২৫ইং) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই মানববন্ধন করেন।

এতে শিক্ষার্থীরা বলেন, এই ভুল আমরা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছি। আমরা মনে করি এটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করে আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থান সম্পর্কে বিভ্রান্ত করতে এই ভুল করা হয়েছে। এই উদ্দেশ্যপ্রণোদিত ভুলের সাথে যারা জড়িত অতি দ্রুত তাদের বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গত বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাসে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশ সফর করলেন কাতার নৌবাহিনী প্রধান

ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ১৮ অগাস্ট সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।