জুমবাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের চারটি জেলার পৃথক চারটি সংগঠনের আমন্ত্রণে ভারত গেছেন আবৃত্তিশিল্পী ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার চট্টগ্রাম আবাসিক সম্পাদক ফারুক তাহের।
আজ (২৮ জুলাই) বিকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন।
আগামী ৩০ জুলাই তিনি আবৃত্তি ও শ্রুতি নিয়ে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের হুগলির উত্তরপাড়া গণভবনে কাব্যস্পন্দন আয়োজিত দুদিনব্যাপী আবৃত্তি ও শ্রুতি উৎসব ‘মন ছুঁয়ে যাক উচ্চারণ’ শীর্ষক আয়োজনে।
৩১ জুলাই আবৃত্তি পরিবেশন করবেন বারুইপুর রবীন্দ্রভবনে আবৃত্তি নন্দন আয়োজিত ‘এ ভরা বাদর’ শিরোনামের আবৃত্তিসন্ধ্যায়। তৃতীয় আয়োজন রয়েছে আগামী ১ আগস্ট ভারতের উত্তর ২৪ পরগনার বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে বর্ণঝাপী আবৃত্তি চর্চ্চা কেন্দ্র আয়োজিত ‘এপার-ওপার কবিতায় পারাপার’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে।
এছাড়া, ৩ আগষ্ট সন্ধ্যা ৭টায় আবৃত্তি পরিবেশন করবেন মুর্শিদাবাদের বহরমপুরের ৪৫ বছরের ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন অমৃতকুম্ভ আয়োজিত ‘এসো মুক্ত করি’ আবৃত্তি সন্ধ্যায়।
দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।