বিনোদন ডেস্ক : গত শুক্রবার মুক্তি পাওয়া অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি ‘আব্বাস’ এরই মধ্যে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে দর্শকমহলে। এরই মাঝে এলো নতুন ঘোষণা।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘শুক্রবার ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমা হল থেকেই সুসংবাদ পাচ্ছি। হলভর্তি দর্শক নিয়ে ছবিটি প্রদর্শিত হচ্ছে। সবাই ছবির প্রশংসা করছে, দারুণ লাগছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের নাম আব্বাস, তারা ছবিটি ফ্রিতে দেখতে পারবেন। তাদের কারও টিকিট লাগবে না।’
এদিকে, পুরান ঢাকার ছেলে আব্বাসের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প উঠে এসেছে ছবিতে। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সোহানা সাবা। আরও আছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ডন, শিমুল খান, স্বাধীন ও ইলোরা গহর প্রমুখ। এটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।