জুমবাংলা ডেস্ক : গত দুই দিন ধরে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি বেড়েছে। তাই খুচরা বাজারে দামও কিছুটা কমেছে। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের খুব একটা দেখা না মিললেও সাগর উপকূলীয় এলাকায় অনেক ইলিশ ধরা পড়ছে।
দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় ইলিশেই ভর করে চলছে চাঁদপুরে ইলিশের বাণিজ্য। সাগর ও উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে গত চলতি সপ্তাহে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বলে এখানকার আড়ৎদাররা জানান। যে কারণে চাঁদপুরের পাইকারি মোকাম বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি এবং সরবরাহ। তবে এসব মাছ এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
মঙ্গলবার দুপুরে মাছ ঘাটে গিয়ে দেখা যায়, সাগর উপকূলীয় অঞ্চলে আহরিত কয়েকশ মণ ইলিশ আড়তে বেচাকেনা হচ্ছে। সকালে ইলিশের আমদানি ছিল আরও দ্বিগুণ। আমদানি বেশি হওয়ায় পাইকারি বাজারে দামও কমতে শুরু করেছে।
ইলিশের আকার ভেদে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা মণ ধরে বিক্রি হচ্ছে। এসব ইলিশের অধিকাংশ চালানিদের হাত ঘুরে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে।
চাঁদপুর মাছঘাটে ৫০০-৭০০ গ্রাম সাইজের প্রতি মণ ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে ৩০-৩১ হাজার টাকা দরে। এক কেজির উপরে ইলিশ ক্রয়-বিক্রয় হচ্ছে ৪৫-৪৬ হাজার টাকা মণ দরে। গত দুই দিনে প্রতি মণ ইলিশে মাত্র দুই-তিন হাজার টাকা করে কমলেও স্থানীয় বাজারে এর খুব একটা প্রভাব পড়েনি। তবে ইলিশের দাম এখনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে বলে জানান বিপণীবাগ বাজারের খুচরা মাছ বিক্রেতা সহদেব দাস।
জানা যায়, গত দুই দিন সবচেয়ে বেশি ইলিশ পাইকারি ক্রয়-বিক্রয় হয়েছে হাজী মালেক খন্দকার, আবদুল বারী জমাদার মানিক, হাজী সবেবরাত, বাবুল হাজী ও রব চোকদারের আড়তে।
শাহরাস্তির শুয়াপাড়া থেকে মাছ কিনতে চাঁদপুর মাছঘাটে আসা শামিম জানান, চাঁদপুরে ইলিশের ভরপুর আমদানি হলেও দাম একটুও কমেনি। ঘাটে আসা অধিকাংশ ইলিশ দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় এবং দেশের নানা স্থান থেকে এখানে মাছ কিনতে আসায় স্থানীয় মানুষজন চলতি সময়ে বেশি পরিমাণ ইলিশ আমদানির তেমন সুফল পাচ্ছে না।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, চলতি সপ্তাহ থেকে ইলিশের আমদানি কিছুটা বাড়রে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার বৃষ্টিপাত কম। সে কারণে চাঁদপুরের নদী অঞ্চলে ইলিশ কম আসছে। বর্তমানে চাঁদপুর মাছঘাটে গড়ে প্রতিদিন এক হাজার থেকে ১২শ মণ ইলিশ আসছে। এখানে আসা ইলিশ শুধু উপকূলীয় নদী ও সাগরের নয়, চাঁদপুরের লোকাল নদীর অর্থাৎ পদ্মা-মেঘনারও কিছু ইলিশ ধরা পড়ছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।