বিনোদন ডেস্ক : নতুন ধারাবাহিক ‘চিরকুমার’। এতে চিরকুমার চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। আমরণ চিরকুমার থাকার ব্রত নেয় সে। গড়ে তোলে ‘চিরকুমার সংঘ’।
এই সংঘের উপদেষ্টা সালাহউদ্দিন লাভলু। কিন্তু শেষ বয়সের দুশ্চিন্তায় হুট করেই বিয়ে করে বসে সে। এ ঘটনায় মর্মাহত হয়ে পড়ে সবাই। অন্যদিকে শরাফ আহমেদ জীবন স্ত্রীর যন্ত্রণায় নিজেকে চিরকুমার ঘোষণা করে।
তাদের সমান্তরালে এগিয়ে চলে রহস্যময়ী এক নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন।
২০০৮ সালের ভালোবাসা দিবসে গোলাম রব্বানীর রচনায় প্রচার হয়েছিল টেলিফিল্ম ‘চিরকুমার সংঘ’। মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের নির্দেশনায় টেলিফিল্মটি তখন বেশ জনপ্রিয় হয়।
সেই রেশ ধরেই এবার তৈরি হলো ধারাবাহিক ‘চিরকুমার’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সালাউদ্দীন লাভলু, ফারিয়া শাহরিন, আরশ খান, শায়লা সাবি, সেমন্তী সৌমী, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, শাহবাজ সানী, শহীদুল্লাহ সবুজ, বাপ্পী আশরাফ প্রমূখ।
গোলাম রাব্বানী’র গল্পে নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তারা দুজনে। আজ প্রথম পর্ব প্রচারের পর থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে ধারাবাহিকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।