জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে কোন ধরনের টাকা নেয়নি।
দেশের একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আনোয়ার খান যখন আমাদের সঙ্গে চুক্তি করলো। করার পরই তিনি উপলব্ধি করলেন সরকারের কোন প্রণোদনা তাদের দরকার নেই। সরকারের সঙ্গে কোন চুক্তিরও প্রয়োজন নেই। কোনো টাকা-পয়সারও প্রয়োজন নেই। আমরা নিজেরাই হাসপাতাল চালাবো এবং সেবা দেবো।’
‘এই মনোবৃত্তি নিয়ে তারা আমাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এবং আমরাও আনন্দের সঙ্গে ছেড়ে দিয়েছি। কারণ তারা আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা কোনো চার্জ নেয়নি। তারা এখন নিজেরাই হাসপাতাল পরিচালনা করছে এবং আমরা এ ধরনের হাসপাতালে যারা আসবেন তাদের অনুপ্রাণিত করবো। তারা নিজেরাই পরিচালিত করুক এবং আমাদের যা যা সাহায্য-সহযোগিতা লাগে আমরা করবো’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গত ৩১ মে সরকারের সঙ্গে চুক্তি বাতিল করে আনোয়ার খান মডার্ণ হাসপাতাল। এর আগে গত ১৬ মে হাসপাতালটির ২০০ বেডের কোভিড-১৯ ডেডিকেটেড ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সেদিন তিনি বলেন, ‘রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২০০ বেডের এই হাসপাতালটি মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হাসপাতালে ২০০টি নতুন বেড, ১০টি আইসিইউ, ১০টি এইচডিও ও পাঁচটি ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট ছিল, সেটি আমরা পালন করেছি, আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। আমি অন্য কিছু কখনও চাইনি। আমরা এখানে কোনও চিকিৎসা সেবার বিনিময়ে অর্থ উপার্জন করবো না, বা রোগীর সঙ্গে ব্যবসা করবো না। সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।